ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মেসি তো আর আমার মতো সুদর্শন নয়: রোনালদো   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

বিশ্ব ফুটবল মানেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদেরকে বাদ দিয়ে ফুটবলকে কল্পনা করা যায় না। গত একদশকে কখনো জিতে যান মেসি, আবার কখনো তাকে ছাড়িয়ে যান রোনালদো। ফুটবল বিশ্বের যত রেকর্ড, তার বেশিরভাগই এখন এ দুজনের দখলে। মেসি-রোনালদোর এ প্রতিযোগিতায় এবার নতুন এক তথ্য জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার ক্রাউচ।   

মেসি-রোনালদো মাঠে কেউ কাউকে ছাড় না দিলেও মাঠের বাইরে রোনালদো অনেক এগিয়ে। ফ্যাশনেবল চরিত্র বা মিডিয়া গ্ল্যামারে রোনালদোর চেয়ে বেশ পিছিয়েই মেসি। শুধু তাই নয় দৈহিক গড়নেও নাকি রোনালদোর মতো সুদর্শন নন মেসি। এমনটা আর কেউ নন, খোদ রোনালদোই দাবী করেছেন।

ইংলিশ সংবাদ মাধ্যম `ডেইলি মেইলে` লেখা নিজের কলামে এ তথ্য জানিয়েছেন ক্রাউচ। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন রিও ফার্ডিনান্ড। আর ইংল্যান্ড দলে ফার্ডিনান্ডের সতীর্থ ছিলেন ক্রাউচ। ফার্ডিনান্ডের কাছ থেকেই রোনালদোর ব্যাপারে মজার নানান গল্প শুনেছেন ক্রাউচ। যার একটি তিনি লিখেন ডেইলি মেইলে।

ক্রাউচ লিখেন, রিও ফার্ডিনান্ড আমাদেরকে রোনালদোর বিষয়ে গল্প বলতো যে কিভাবে রোনালদো আয়নার সামনে গায়ে শুধু একটা তোয়ালে জড়িয়ে, দুই হাত ছড়িয়ে বলতো, `বাহ! কতো সুন্দর আমি।` এটা দেখে ইউনাইটেডের অন্যান্য খেলোয়াড়রা তাকে ক্ষেপানোর জন্য বলতো, `তাতে কি? মেসি তো তোমার চেয়ে অনেক ভালো খেলোয়াড়।` প্রতিক্রিয়ায় ক্ষেপতেন না রোনালদো। তিনিও উত্তর দিতেন, `আহা হোক না! কিন্তু মেসি তো আর আমার মতো সুদর্শন নয়।`

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি